খালেদ - কুড়িগ্রাম
৫৫৮২. প্রশ্ন
কিছুদিন আগে আমি একটি কাজে এক সপ্তাহের জন্য চট্টগ্রাম যাই। চট্টগ্রামে থাকাকালে একদিন রাতের বেলা আমি একাকী এশার নামায পড়ছিলাম। দুই রাকাত পড়ার পর আমি বৈঠক করার কথা ভুলে গিয়ে দাঁড়িয়ে যাই এবং তৃতীয় রাকাতও পড়ে ফেলি। চতুর্থ রাকাতের জন্য যখন দাঁড়াই তখন আমার মনে পড়ে, মুসাফির হওয়ার কারণে আমার উপর তো চার রাকাত নয়; বরং দুই রাকাত ফরয এবং আমি তো দুই রাকাত পর বৈঠকও ছেড়ে দিয়েছি। কিন্তু তখন আর আমি বৈঠকে ফিরে আসিনি; বরং চার রাকাত পূর্ণ করে সাহু সিজদা দিয়ে নামায শেষ করি। মুহতারামের কাছে জানতে চাই। আমার উক্ত নামাযের কী হুকুম?
উত্তর
প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনি যেহেতু মুসাফির অবস্থায় সেদিনের এশার নামাযটি পড়েছেন তাই দুই রাকাতের পর বৈঠক করা ফরয ছিল। আর এই ফরয বৈঠক যেহেতু করা হয়নি তাই সেদিনের এশার নামায আদায় হয়নি। অতএব কসরের নামায হিসেবে তা দুই রাকাত কাযা করে নেওয়া আবশ্যক। আর উক্ত নামায নফল হিসেবে আদায় হয়েছে।
-কিতাবুল আছল ১/২৩৫; খুলাসাতুল ফাতাওয়া ১/২০০; শরহুল মুনইয়া, পৃ. ৫৩৮; ফাতহুল কাদীর ২/৮; আলবাহরুর রায়েক ২/১৩০; আদ্দুররুল মুখতার ২/১২৮