রবিউল আখির ১৪৪৩ || নভেম্বর ২০২১

জাহিদুল ইসলাম - ডেমরা, ঢাকা

৫৫৭৩. প্রশ্ন

কয়েকদিন আগে কিছু সমস্যার সম্মুখীন হয়ে পাঁচটি পৃথক কসম করেছিলাম। এর মধ্যে তিনটি কসম রক্ষা করতে পেরেছি। কিন্তু দুটি কসম ভঙ্গ করে ফেলেছি। এখন আমার প্রত্যেকটির জন্য কি আলাদা আলাদা কাফফারা দিতে হবে, নাকি একটি কাফফারা দিলেই হবে?

উত্তর

প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনাকে প্রত্যেক কসম ভঙ্গের কারণে ভিন্ন ভিন্ন কাফফারা আদায় করতে হবে। এক্ষেত্রে একাধিক কসম ভঙ্গের জন্য একটি কাফফারা আদায় করা যথেষ্ট হবে না।

-মুসান্নাফে আবদুর রাযযাক, বর্ণনা ১৬০৬৪; আলমাবসূত, সারাখসী ৮/১৫৭; আলমুহীতুল বুরহানী ৬/৭৮; আলবাহরুর রায়েক ৪/২৯১; আদ্দুররুল মুখতার ৩/৭১৪

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন