মাহমুদা আক্তার - টঙ্গী, গাজীপুর
৫৫৬৪. প্রশ্ন
গত কয়েকদিন আগে আমার স্বামী মৃত্যুবরণ করেন। আমি তার সাথে আমাদের পুরোনো ঘরে থাকতাম। সাথেই আমাদের নতুন ঘর। সেটা আমার স্বামীই বানিয়েছে। সেখানে আমার ছেলে স্ত্রী নিয়ে থাকে। স্বামীর মৃত্যুর পর একাকী পুরোনো ঘরে থাকা কষ্টকর। আবার একাকী থাকলে ভয়ও লাগে। তাই সম্মানিত মুফতী সাহেবের কাছে জানতে চাচ্ছি, আমি কি নতুন ঘরে ইদ্দত পালন করতে পারব? জানালে উপকৃত হব।
উত্তর
প্রশ্নোক্ত ক্ষেত্রে নতুন ঘরটি যেহেতু একই বাড়িতে অবস্থিত এবং তা আপনাদেরই ঘর তাই আপনি সেখানে ইদ্দত পালন করতে পারবেন। এতে কোনো অসুবিধা নেই।
-আলমাবসূত, সারাখসী ৬/৩৬; আলমুহীতুল বুরহানী ৫/২৩৭; খুলাসাতুল ফাতাওয়া ২/১১৯; তাবয়ীনুল হাকায়েক ৩/২৭১; ফাতাওয়া হিন্দিয়া ১/৫৩৫; রদ্দুল মুহতার ৩/৫৩৫