রবিউল আখির ১৪৪৩ || নভেম্বর ২০২১

আহমাদুল্লাহ - রামপুরা, ঢাকা

৫৫৬১. প্রশ্ন

আমার ছোট চাচা ছোট বেলায় আমার মায়ের দুধ পান করেছেন। এখন আমি কি আমার ফুফাতো বোন-অর্থাৎ ঐ চাচার আপন বোনের মেয়েকে বিবাহ করতে পারব?

উত্তর

হাঁ, আপনি উক্ত ফুফাতো বোনকে বিবাহ করতে পারবেন। কারণ, আপনার চাচা আপনার মায়ের দুধ পান করলেও তার বোন অর্থাৎ আপনার ফুফুর সাথে আপনার দুধ-সম্পর্ক স্থাপিত হয়নি। তাই তার মেয়েকে বিবাহ করা আপনার জন্য বৈধ।

-আলহাবিল কুদসী ১/৩৭৫; খুলাসাতুল ফাতাওয়া ৩/১২; আলবাহরুর রায়েক ৩/২৭৭; জামেউর রুমূয ১/৫০১; আদ্দুররুল মুখতার ৩/২১৭

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন