রবিউল আখির ১৪৪৩ || নভেম্বর ২০২১

আশরাফ আলী - বগুড়া

৫৫৫৭. প্রশ্ন

আমি মুহাররমের দশ তারিখ রোযা রাখার ইচ্ছা করি এবং সাহরীতে গোশত দিয়ে সাহরী করি। ফজরের নামাযের পর যখন বিশ্রামের জন্য বিছানায় শুয়ে পড়ি তখন অনুভব করি যে, দাঁতে গোশতের সামান্য আঁশ লেগে আছে। আমি তা দাঁত  থেকে বের করতে গিয়ে গিলে ফেলি। উল্লেখ্য, তখন আমার রোযার কথা স্মরণ ছিল। তাই মুফতী সাহেবের নিকট জানার বিষয় হল, আমার উক্ত রোযা সহীহ হয়েছে কি না? জানালে অনেক উপকৃত হব।

উত্তর

দাঁতের ফাঁকে লেগে থাকা খাবারের পরিমাণ যদি ছোলা-বুটের চেয়ে কম হয় তাহলে তা ইচ্ছাকৃতভাবে গিলে ফেললেও রোযা নষ্ট হয় না। আর যদি তা পরিমাণে ছোলা-বুটের সমান বা তার চেয়ে বেশি হয় তাহলে রোযা নষ্ট হয়ে যায়।

সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার দাঁতে লেগে থাকা গোশতের পরিমাণ যদি ছোলাবুটের চেয়ে কম হয় তাহলে তা গিলে ফেলার দ্বারা আপনার রোযা নষ্ট হয়নি।

-আলমাবসূত, সারাখসী ৩/৯৩; খুলাসাতুল ফাতাওয়া ১/২৫৫; বাদায়েউস সানায়ে ২/২৩৮; মুখতারাতুন নাওয়াযিল ১/৪৭৩; আযযাখীরাতুল বুরহানিয়া ৩/৫৮; মাজমাউল আনহুর ১/৩৬২; আলবাহরুর রায়েক ২/২৭৩

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন