যায়েদ - নরসিংদী
৫৫৫৬. প্রশ্ন
কিছুদিন আগে আমার বড় চাচা ইন্তেকাল করেন। ইন্তেকালের পূর্বে তিনি বড় ছেলেকে ওসিয়ত করেছিলেন, যেন তাকে বাড়ির পার্শ্ববর্তী জায়গাটিতে দাফন করা হয়। কিন্তু তার মৃত্যুর পর পরিবারের অন্যান্য সদস্যদের পরামর্শক্রমে তাকে বাড়ির পাশেই একটি কবরস্থানে দাফন করা হয়। কিন্তু এখন কেউ কেউ বলাবলি করছে, ওসিয়ত পূরণ করা উচিত ছিল। জানার বিষয় হল, ওসিয়তকৃত জায়গায় দাফন না করে অন্য জায়গায় দাফন করায় কি কোনো সমস্যা হয়েছে?
উত্তর
প্রশ্নোক্ত ক্ষেত্রে নিকটস্থ কবরস্থানে দাফন করা সহীহ ও শরীয়তসম্মত হয়েছে। কারণ, মায়্যেতকে কোথায় দাফন করা হবে এ ব্যাপারে সে ওসিয়ত করে গেলেও তা পূর্ণ করা জরুরি নয়। এ ব্যাপারে মৃতের ওসিয়ত কার্যকর হয় না। এছাড়া দাফনের জন্য উপযুক্ত স্থান হচ্ছে কবরস্থান। বিনা ওজরে কোনো স্বতন্ত্র জায়গায় কবর দেওয়া উচিত নয়।
-আলমুহীতুল বুরহানী ২৩/৪০; খুলাসাতুল ফাতাওয়া ৪/২৩৫; ফাতহুল কাদীর ২/১০১; ফাতাওয়া হিন্দিয়া ১/১৬৬; রদ্দুল মুহতার ২/২২১, ২৩৫