রবিউল আখির ১৪৪৩ || নভেম্বর ২০২১

যহীরুল ইসলাম - ফেনী

৫৫৫০. প্রশ্ন

সেদিন আমি বাড়িতে একাকী আছরের নামায পড়ছিলাম। এসময় এক লোক এসে তার কোনো প্রয়োজনে আমাকে ডাকাডাকি শুরু করে। তার ডাক শুনে আমি তাড়াতাড়ি নামায শেষ করতে গিয়ে শেষ বৈঠকে তাশাহহুদের পর দরূদ শরীফ পড়তে ভুলে যাই। মুহতারামের কাছে জানতে চাই যে, ভুলে দরূদ শরীফ ছুটে যাওয়ার কারণে কি আমার নামায নষ্ট হয়ে গিয়েছে?

উত্তর

না, দরূদ শরীফ ছুটে যাওয়ার কারণে আপনার নামায নষ্ট হয়নি। তবে দরূদ শরীফ নামাযের একটি গুরুত্বপূর্ণ সুন্নত। তা ছেড়ে দেওয়া মাকরূহ। আর প্রশ্নোক্ত ক্ষেত্রে ঐ ব্যক্তির ডাক শুনে তাড়াহুড়া করে নামায পড়া ঠিক হয়নি। নামায সর্বদা খুশু-খুজু ও ধীরস্থিরতার সাথেই পড়া কর্তব্য।

-আলইখতিয়ার ১/১৮৫; আলবাহরুর রায়েক ১/৩২২; জামেউল মুযমারাত ১/৩৪৫; আদ্দুররুল মুখতার ১/৪৭৩

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন