সফর ১৪৪৩ || সেপ্টেম্বর ২০২১

মাহদী হাসান - মুন্সিগঞ্জ

৫৫১১. প্রশ্ন

আমি এবং আমার বন্ধু মিলে একটি দোকান দিয়েছি। দোকানে টাকা লোড করা হয় এবং মোবাইলের টুকিটাকি কিছু কাজও করা হয়। একলক্ষ টাকা দিয়ে আমরা এ দোকান শুরু করেছি। আমি ষাট হাজার দিয়েছি। আমার বন্ধু চল্লিশ হাজার দিয়েছেন। এ টাকা আমরা আসবাব-পত্র ও যন্ত্রপাতি কেনা এবং প্রাথমিক দোকান ভাড়া ও দোকান সজ্জায়ন করা ইত্যাদি কাজে ব্যয় করেছি। আমাদের মাঝে কথা হয়েছিল, মূলধনের আনুপাতিক হারেই লাভ বণ্টিত হবে। অর্থাৎ আমি নিব লাভের শতকরা ৬০% আর আমার বন্ধু নেবে শতকরা ৪০%। এতদিন এভাবেই চলছিল। কিন্তু এখন সিদ্ধান্ত নিয়েছি যে, আমার বন্ধু দোকানে একটু বেশি সময় লাগাবে এবং সে লাভও বেশি নেবে। অর্থাৎ এখন থেকে আমিও নিব ৫০%, সেও নেবে ৫০%।

জানার বিষয় হল, এভাবে আমাদের শরিকানা চুক্তি বৈধ হবে কি না? জানালে উপকৃত হব।

উত্তর

প্রশ্নের বর্ণনা অনুযায়ী উক্ত ব্যবসায় আপনারা উভয়ে যেহেতু শ্রম দিচ্ছেন, তাই পূর্বের চুক্তিটি সহীহ হয়েছে। আর কারবারটিতে শ্রমই যেহেতু মূল, তাই যার শ্রম ও দক্ষতা বেশি থাকবে পুঁজির তুলনায় তার অংশ বেশি নির্ধারণ করাও জায়েয। সে হিসেবে আপনার বন্ধু যদি শ্রম বেশি দেয় তাহলে তার জন্য পূর্বের তুলনায় বেশি লভ্যাংশ নির্ধারণ করাও জায়েয হবে।

-বাদায়েউস সানায়ে ৫/৮৬; খুলাসাতুল ফাতাওয়া ৪/২৯৬; ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়া ৩/৪৯; ফাতাওয়া খানিয়া ৩/৬২৪; ফাতাওয়া তাতারখানিয়া ৭/৫০৪; ফাতাওয়া হিন্দিয়া ২/৩৩৪

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন