সফর ১৪৪৩ || সেপ্টেম্বর ২০২১

মুহিউদ্দীন - বাড্ডা, ঢাকা

৫৫০৪. প্রশ্ন

আমার চাচা এক বছর আগে আমাকে ওসিয়ত করেছিলেন যে, তিনি মারা গেলে একটি হাউজিং-এ তার যে দশ কাঠা জমি আছে তা তার পক্ষ থেকে মাদরাসা-মসজিদের জন্য ওয়াকফ করতে। কিন্তু কিছুদিন আগে আমার চাচি একটি বড় রোগে আক্রান্ত হয়েছেন। যার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। তাই আমার চাচা চাচ্ছেন, এ দশ কাঠা জমি থেকে ৪ কাঠা বিক্রি করে ঐ টাকা দিয়ে চাচির চিকিৎসা করাতে। মুহতারাম, আমার চাচার জন্য ঐ জমি বিক্রি করা জায়েয হবে কি না এবং ঐ টাকা চাচির চিকিৎসায় ব্যবহার করতে পারবে কি না?

উত্তর

ওসিয়ত কার্যকর হয় ওসিয়তকারীর মৃত্যুর পর। তাই ওসিয়তকারী চাইলে জীবদ্দশায় তার কৃত ওসিয়ত প্রত্যাহার বা পরিবর্তন করতে পারে। অতএব প্রশ্নোক্ত অবস্থায় আপনার চাচা যদি বাস্তবেই শুধু ওসিয়ত করে থাকেন, জমিটি মাদরাসা-মসজিদকে দান করে না দিয়ে থাকেন, তাহলে এক্ষেত্রে তিনি ঐ জমি বা তার অংশবিশেষ বিক্রি করতে পারবেন এবং বিক্রিলব্ধ টাকা আপনার চাচির চিকিৎসায় খরচ বা অন্য কোনো কাজে লাগাতে পারবেন।

-মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ৩১৪৪৯; আলমাবসূত, সারাখসী ২৭/১৬২; বাদায়েউস সানায়ে ৬/৪৯৩; আলমুহীতুল বুরহানী ২২/৪২৮; খুলাসাতুল ফাতাওয়া ৪/২৩১; আদ্দুররুল মুখতার ৬/৬৫৮

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন