মাহমুদ - ঢাকা
৫৪৯০. প্রশ্ন
আমি আজ রাতে খাবার খাওয়ার পর এশার নামায পড়ছিলাম। নামাযের মধ্যে দাঁতে বেধে থাকা ভাতের কণা অনিচ্ছাকৃত গলার ভিতর ঢুকে যায়। আমার জানার বিষয় হল, নামাযের মধ্যে উক্ত ভাতের কণা অনিচ্ছাকৃত গলার ভিতর ঢুকে যাওয়ার কারণে কি আমার নামায ভেঙে গিয়েছে? উক্ত নামায কি আমার পুনরায় পড়তে হবে?
উত্তর
ছোলার দানার চেয়ে ছোট খাবারের এমন কোনো অংশ দাঁত থেকে বেরিয়ে গলায় চলে গেলে নামায ভাঙে না। এর চেয়ে বেশি হলে ভেঙে যায়। তাই প্রশ্নোক্ত অবস্থায় নামাযের মধ্যে উক্ত ভাতের কণা গলার ভিতর ঢুকে যাওয়ার কারণে আপনার নামায নষ্ট হয়নি। উক্ত নামায আদায় হয়ে গেছে।
-কিতাবুল আছল ১/১৭১; আলমাবসূত, সারাখসী ১/১৯৫; বাদায়েউস সানায়ে ১/৫৫৪; তাবয়ীনুল হাকায়েক ১/৩৯৯; শরহুল মুনইয়া, পৃ. ৪৫১; আলবাহরুর রায়েক ২/১৪; রদ্দুল মুহতার ১/৬২৩