সফর ১৪৪৩ || সেপ্টেম্বর ২০২১

সাজিদুর রহমান - পরশুরাম, ফেনী

৫৪৮৩. প্রশ্ন

নামায সংক্রান্ত কিছু প্রশ্ন :

১. মুক্তাদীকে ইমামের সাথে প্রত্যেক ওঠা-বসায় তাকবীরগুলো বলতে হবে কি?

২. মাসবুক, যে ইমামকে দ্বিতীয় রাকাতের সিজদায় পেয়েছে, তাকে ইমামের প্রথম বৈঠকে তাশাহহুদ পড়তে হবে কি না বা তখন তার করণীয় কী?

উত্তর

১. হাঁ, মুক্তাদী ইমামের সাথে প্রত্যেক ওঠা-বসায় তাকবীর বলবে। এ তাকবীরগুলো বলা মুক্তাদীর জন্যও সুন্নত (আর তাকবীরে তাহরীমা ফরয)। আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন-

إِنّمَا جُعِلَ الإِمَامُ لِيُؤْتَمّ بِهِ، فَإِذَا كَبّرَ فَكَبِّرُوا، وَإِذَا رَكَعَ فَارْكَعُوا.

ইমাম নির্ধারণ করাই হয়েছে তার অনুসরণের জন্য। সুতরাং যখন তিনি তাকবীর বলেন তোমরাও তাকবীর বল, তিনি যখন রুকু করেন তোমরাও রুকু কর। ... (সহীহ বুখারী, হাদীস ৭৩৪) -ইমদাদুল ফাত্তাহ, পৃ. ৩১৯; হাশিয়াতুত তাহাবী আলাল মারাকী, পৃ. ২৮২

২. হাঁ, মাসবুক ইমামের প্রথম বৈঠকে শরীক হলেও তাশাহহুদ পড়বে। এক্ষেত্রে তার দুই রাকাত পূর্ণ না হলেও ইমামের অনুসরণে তাশাহহুদ পড়বে। ইবরাহীম নাখায়ী রাহ. থেকে বর্ণিত তিনি বলেন-

رجُل سَبَقَهُ الْإِمَامُ بِشَيْءٍ مِنْ صَلَاتِهِ، أَيَتَشَهَّدُ كُلَّمَا جَلَسَ الْإِمَامُ؟ قَالَ: نَعَمْ.

অর্থাৎ মাসবুক ইমামের সাথে প্রত্যেক বৈঠকেই তাশাহহুদ পড়বে। (কিতাবুল আছার, ইমাম মুহাম্মাদ, বর্ণনা ১৩১) -বাদায়েউস সানায়ে ১/৫৬৩; মুখতারাতুন নাওয়াযিল ১/২৯৯; খুলাসাতুল ফাতাওয়া ১/১৫৯; ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়া ১/১০১; রদ্দুল মুহতার ২/৮৫

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন