আবদুল কাবীর - রংপুর
৫৪৮২. প্রশ্ন
চোখ বন্ধ করে নামায পড়লে আমার মনোযোগ একটু বেশি হয়। তাই আমি নামাযে দাঁড়ানো অবস্থায় সাধারণত চোখ বন্ধ করে রাখি। কিছুদিন আগে আমার বড় ভাই চোখ বন্ধ করে নামায পড়তে দেখে বললেন, ‘নামাযে চোখ বন্ধ করে রাখ কেন? এভাবে নামায পড়া ঠিক না।’ জানার বিষয় হল, তিনি কি ঠিক বলেছেন? চোখ বন্ধ করে নামায পড়লে কি নামাযের কোনো ক্ষতি হবে? সঠিক মাসআলাটি জানতে চাই।
উত্তর
নামাযে দাঁড়ানো অবস্থায় দৃষ্টি সিজদার স্থানে রাখবে। বিনা প্রয়োজনে নামাযে চোখ বন্ধ করে রাখা মাকরূহ।
عَنْ إِبْرَاهِيمَ النّخَعِيِّ، أَنّهُ كَانَ يُحِبّ لِلْمُصَلِّي أَنْ لاَ يُجَاوِزَ بَصَرُهُ مَوْضِعَ سُجُودِهِ.
ইবরাহীম নাখায়ী রাহ. থেকে বর্ণিত, তিনি দৃষ্টি সিজদার স্থান অতিক্রম করে না যাওয়া পছন্দ করতেন। (মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ৬৫৬৩)
عَنْ مُجَاهِدٍ؛ أَنّهُ كَرِهَ أَنْ يُصَلِّيَ الرّجُلُ وَهُوَ مُغْمِضُ الْعَيْنِ.
মুজাহিদ রাহ. থেকে বর্ণিত, তিনি নামাযে চোখ বন্ধ করে রাখা অপছন্দ করতেন। (মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ৬৫৬৫)
অবশ্য যদি সামনে এমন কিছু আসে, যা নামাযে মনোযোগ ধরে রাখার ক্ষেত্রে প্রতিবন্ধক, সেক্ষেত্রে মনোযোগ রক্ষার জন্য তখন চোখ বন্ধ করে রাখার সুযোগ রয়েছে। কিন্তু নিয়মিত চোখ বন্ধ রেখে নামায পড়া মাকরূহ।
-কিতাবুল আছল ১/১০; বাদায়েউস সানায়ে ১/৫০৭; আলফাতাওয়া মিন আকাবীলিল মাশাইখ, পৃ. ৮৪; যাদুল ফাকীর, পৃ. ১৫২; হালবাতুল মুজাল্লী ২/২৫৪; আলবাহরুর রায়েক ২/২৫; আদ্দুররুল মুখতার ১/৬৪৫