সৌরভ - বিক্রমপুর
৫৪৬৬. প্রশ্ন
এক বছর আগে আমার ফুফাতো বোন পালিয়ে এক ছেলের কাছে বিয়ে বসে। বছর খানেক তারা একসাথে ঘর-সংসার করে। কিন্তু তার পরিবার বিষয়টি কোনোভাবেই মেনে নিচ্ছিল না। একপর্যায়ে তারা ছেলের নামে মামলা করে। তখন ছেলে চাপের মুখে আমার বোনকে তালাক দিয়ে দেয়। ঐসময় আমার বোন ছয় মাসের অন্তঃসত্ত্বা। বাড়ি আসার পর ঘরের মানুষের গালমন্দে সে ঔষধ খেয়ে তার গর্ভপাত ঘটায়। প্রায় এক মাস হল। ইতিমধ্যে তার পরিবার তার বিয়ে ঠিক করেছে। তারা জানতে চায়, গর্ভপাত ঘটানোর দ্বারা কি তার ইদ্দত পূর্ণ হয়েছে, না তাকে তিন স্রাব পার করে ইদ্দত পূর্ণ করতে হবে?
উত্তর
প্রশ্নোক্ত ক্ষেত্রে গর্ভপাত করার দ্বারা মহিলাটির ইদ্দত পূর্ণ হয়ে গেছে। কারণ, গর্ভস্থ সন্তানের অঙ্গ-প্রত্যঙ্গ প্রকাশ পেলে গর্ভপাতের দ্বারা ইদ্দত সম্পন্ন হয়ে যায়। তাই এর পর সে অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে।
উল্লেখ্য, প্রশ্নোক্ত ক্ষেত্রে গর্ভপাত ঘটানোটা সম্পূর্ণ হারাম ও বড় ধরনের গুনাহের কাজ হয়েছে।
-মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ১৯৬২৩; কিতাবুল আছল ৪/৪১৫; বাদায়েউস সানায়ে ২/৩১১; খুলাসাতুল ফাতাওয়া ২/২১৬; আলবাহরুর রায়েক ৪/১৩৫