আবেদা - ভালুকা, ময়মনসিংহ
৫৪৬২. প্রশ্ন
আমার স্বামী একজন বড় ব্যবসায়ী। বছরে দুই ঈদ ও অন্যান্য উপলক্ষ্যে তিনি আমাকে কাপড় কিনে দেন। কখনো এমনিতেই দেন। তা ছাড়া আমার অন্যান্য আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবরাও বিভিন্ন সময় শাড়ি, থ্রি-পিস ইত্যাদি গিফট করে। এতে আমার কাছে অনেক কাপড় চোপড় জমে গেছে। প্রায় দুই আলমারি কাপড় পড়ে আছে, যেগুলো সাধারণত ব্যবহার হয় না। হুজুরের কাছে জানতে চাচ্ছি, আমাকে কি এ কাপড়গুলোর যাকাত আদায় করতে হবে?
উত্তর
না, আপনার ঐ পোশাকগুলোর উপর যাকাত আসবে না।
উল্লেখ্য যে, কারো কাছে যদি প্রয়োজন অতিরিক্ত এ পরিমাণ কাপড় থাকে যার মূল্য নেসাব পরিমাণ হয়ে যায় তবে তার উপর যাকাত ফরয না হলেও সে যাকাত গ্রহণ করতে পারবে না এবং তার উপর কুরবানী ও সাদাকাতুল ফিতর ওয়াজিব হবে।
-কিতাবুল আছল ২/৯৭; আলমাবসূত, সারাখসী ২/১৯৮, ৩/১২০; বাদায়েউস সানায়ে ২/৯১, ১৫৮; আলমুহীতুল বুরহানী ৩/২১৫; ফাতাওয়া হিন্দিয়া ১/১৭২