মুহাররম ১৪৪৩ || আগস্ট ২০২১

সাঈদ আহমাদ - খুলনা

৫৪৫৯. প্রশ্ন

আমাদের মাদরাসায় প্রায় প্রতি শুক্রবার ফজরের নামাযে সূরা সিজদা তিলাওয়াত করা হয়। আজ ওজু-ইস্তিঞ্জা সেরে আসতে বিলম্ব হওয়ায় ইমাম সাহেব তিলাওয়াতের সিজদা করার পরে প্রথম রাকাতের কেরাত চলা অবস্থায় আমি তার ইক্তিদা করি এবং যথারীতি নামায শেষ করি।

উল্লেখ্য, আমি মসজিদে আসার পথে ইমাম সাহেবকে সিজদার আয়াত তিলাওয়াত করতে শুনি।

এখন জানার বিষয় হল, উক্ত অবস্থায় নামায শেষ করার পরে কি আমার উপর সিজদায়ে তিলাওয়াত ওয়াজিব হয়েছে?

উত্তর

প্রশ্নোক্ত অবস্থায় আপনি যেহেতু উক্ত রাকাতেই ইমামের সাথে শরীক হয়েছেন তাই রাকাত পাওয়ার কারণে তিলাওয়াতের সিজদাও পেয়েছেন বলে ধর্তব্য হবে। তাই পৃথকভাবে আর সিজদায়ে তিলাওয়াত করতে হবে না।

-কিতাবুল আছল ১/২৭৯; আলমুহীতুল বুরহানী ২/৩৭৫; খুলাসাতুল ফাতাওয়া ১/১৮৫; ফাতহুল কাদীর ১/৪৬৯; ফাতাওয়া হিন্দিয়া ১/১৩৩

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন