মুহাম্মাদ আবদুর রহমান - মাদানী নগর মাদরাসা
২১৬৫. প্রশ্ন
অনেককে ফরয নামাযের পর মাথায় হাত রেখে يا قوي পড়তে দেখা যায়। জানতে চাই, এ আমলের কথা নির্ভরযোগ্য কোনো কিতাবে আছে কি?
উত্তর
হাদীস, আছার ও আদইয়া-আযকারের কিতাবসমূহে আমরা প্রশ্নোক্ত আমলের কথা পাইন। এটি কোনো বুযুর্গের পরীক্ষিত আমল হয়ে যাবে। তাই একে মাসনুন মনে করা ঠিক নয়।