নাজাত জাহান - লক্ষ্মীপুর
৫৪১৩. প্রশ্ন
কিছুদিন আগে আমার চাচাতো বোনের বিয়ে হয়। এক মাস পর আমরা জানতে পারি, তার স্বামী ভালো না। সে তাকে মানসিক-শারীরিক নির্যাতন করে। তাই আমরা তাকে নিয়ে আসতে চাইলাম। কিন্তু তারা আমাদের সাথে খারাপ আচরণ করল এবং আমাদের ফিরিয়ে দিল। বোনের সাথে আমার সম্পর্ক ভালো ছিল বলে আমি অত্যন্ত পেরেশান হই, খুব কান্নাকাটি করি। একপর্যায়ে আমি আমার ভাইকে বলে বসি, ‘তুই সাক্ষী থাক, ও যদি আমাদের কাছে চলে আসতে পারে তাহলে আমি ৩০ টা রোযা রাখব।’ কিছুদিন পর সে জোরপূর্বক সেখান থেকে চলে আসতে সক্ষম হয়। জানার বিষয় হল, সেদিনের ঐ কথার কারণে কি এখন আমাকে ৩০টা রোযা রাখতে হবে? রাখতে হলে তা কি লাগাতার রাখতে হবে, না ভিন্ন ভিন্ন সময়ে রাখারও অবকাশ রয়েছে?
উল্লেখ্য, ঐ কথা বলার সময় আমার লাগাতার রাখার নিয়ত ছিল না।
উত্তর
প্রশ্নোক্ত ক্ষেত্রে ঐ কথা দ্বারা আপনার মান্নত সংঘটিত হয়ে গেছে। তাই আপনাকে ৩০টি রোযা রাখতে হবে। তবে আপনি যেহেতু একাধারে রোযা রাখার নিয়ত করেননি তাই একাধারে না রেখে এক-দুটো করে ৩০টা রোযা রাখলেও মান্নত আদায় হয়ে যাবে।
Ñআলমুহীতুল বুরহানী ৬/৩৫১; খুলাসাতুল ফাতাওয়া ২/১২৯; আলফাতাওয়া মিন আকাবীলি মাশায়িখ, পৃ. ২৭২; ফাতাওয়া খানিয়া ২/১৬; ফাতহুল কাদীর ৪/৩৭৬; রদ্দুল মুহতার ৩/৭৩৮