যিলকদ ১৪৪২ || জুন ২০২১

আবিদ হাসান - হবিগঞ্জ, সিলেট

৫৪০৮. প্রশ্ন

আমি ও আমার আপন ভাগিনা বয়সে সমান সমান। আমার মা আমার ভাগিনাকে ছোট বেলায় দুধ পান করিয়েছেন। এখন আমার ভাগিনা আমার আপন ভাতিজিকে অর্থাৎ তার মামাতো বোনকে বিবাহ করতে চায়। এটা কি তার জন্য জায়েয হবে?

উত্তর

আপনার ভাগিনা যেহেতু ছোট বেলায় আপনার মায়ের দুধ পান করেছে তাই সে আপনার ও আপনার অন্যান্য ভাইবোনের দুধ ভাই এবং আপনার ভাতিজির দুধ চাচা।

আর আপন চাচার মতো দুধ সম্পর্কীয় চাচার জন্যও ভাতিজিকে বিবাহ করা হারাম। হযরত আয়েশা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেনÑ

يَحْرُمُ مِنَ الرّضَاعَةِ مَا يَحْرُمُ مِنَ الْوِلَادَةِ.

অর্থাৎ বংশসূত্রের কারণে যাদেরকে বিবাহ করা হারাম দুধ সম্পর্কের কারণেও তাদেরকে বিবাহ করা হারাম। (সহীহ মুসলিম, হাদীস ১৪৪৪)

Ñকিতাবুল আছল ৪/৩৬৭; বাদায়েউস সানায়ে ৩/৩৯৬; ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়া ১/৩৬৫; আদ্দুররুল মুখতার ৩/২১৭

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন