যিলকদ ১৪৪২ || জুন ২০২১

শামসুল আলম - ঢাকা

৫৪০৬. প্রশ্ন

আমি কিরান হজ¦ করেছিলাম। কিরান হজে¦র কুরবানী দেওয়ার নিয়ত ছিল। তাই ঈদের আগে তিনটি রোযা রাখিনি। কিন্তু যথাসময়ে টাকা ব্যবস্থা করতে না পারায় হজে¦র কুরবানী করতে পারিনি। তখন উপায় না পেয়ে হজে¦র কুরবানী না করে হালাল হয়ে যাই। এরপর হজে¦র বাকি আমল সম্পন্ন করে দেশে ফিরে আসি।

এখন আমার জানার বিষয় হল, উক্ত ক্ষেত্রে বাড়িতে আসার পর উক্ত কুরবানীর বিকল্প দশটি রোযা রাখা আমার জন্য যথেষ্ট হবে, নাকি হজে¦র কুরাবানীই করতে হবে?

 

উত্তর

প্রশ্নোক্ত ক্ষেত্রে দশ যিলহজে¦র পূর্বে তিনটি রোযা না রাখার কারণে আপনার জন্য হজে¦র কুরবানী করা অপরিহার্য হয়ে গিয়েছিল। সুতরাং এক্ষেত্রে হজে¦র কুরবানী না করে হালাল হওয়ার কারণে আরো একটি দম ওয়াজিব হয়েছে। তাই এ কারণে আপনাকে হেরেম এলাকায় দুটি পশু জবাই করতে হবে। একটি দমে শোকর অর্থাৎ হজে¦র কুরবানী। আরেকটি দমে জেনায়াত তথা জরিমানার দম। এক্ষেত্রে রোযা রাখা যথেষ্ট হবে না। আর দম আদায়ের জন্য নিজে যাওয়া আবশ্যক নয়; বরং অন্য কারো মাধ্যমে হেরেমের এলাকায় তা আদায় করে দিলেও চলবে।

Ñমুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ১৩১৪৪; আলমাবসূত, সারাখসী ৪/১৮১; আলমুহীতুল বুরহানী ৩/৪৬০; আলবাহরুর রায়েক ২/৩৬১; মানাসিক মোল্লা আলী আলকারী, পৃ. ২৬৫

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন