উম্মে আবদুল্লাহ - মহাখালী, ঢাকা
৫৪০৫. প্রশ্ন
আমি আল্লাহর রহমতে কয়েক বছর আগে আমার স্বামীর সাথে হজে¦ যাই। হজে¦র অধিকাংশ কাজ শেষ করার পর ১২ জিলহজ¦ আমার হায়েয শুরু হয় এবং ১৮ জিলহজ¦ আমরা মদীনার উদ্দেশে রওয়ানা করি। উল্লেখ্য, ১৮ জিলহজ¦ পর্যন্ত আমার হায়েয চলতে থাকে। তাই আমি তাওয়াফে বিদা‘ না করেই রওয়ানা হয়ে যাই। আমি জানতে চাচ্ছি, তাওয়াফে বিদা‘ না করে মদীনায় চলে যাওয়া কি ঠিক হয়েছে? এবং এর জন্য কি কোনো দম আবশ্যক হবে?
উত্তর
তাওয়াফে বিদা‘র পূর্বে যদি কোনো মহিলার হায়েয চলে আসে এবং পবিত্র হওয়ার পূর্বেই তার সাথের লোকজনের মক্কা ত্যাগ করার সময় হয়ে যায়। তাহলে এক্ষেত্রে তার জন্য তাওয়াফে বিদা‘ না করে মক্কা থেকে চলে আসা জায়েয। এক্ষেত্রে তাওয়াফে বিদা‘ না করার কারণে কোনো দম বা জরিমানা আসবে না এবং হজ্বের কোনো ক্ষতিও হবে না।
আম্মাজান আয়েশা রা. থেকে বর্ণিত, তিনি বলেনÑ
حَاضَتْ صَفِيّةُ بِنْتُ حُيَيٍّ بَعْدَ مَا أَفَاضَتْ، قَالَتْ عَائِشَةُ: فَذَكَرْتُ حِيضَتَهَا لِرَسُولِ اللهِ صَلّى اللهُ عَلَيْهِ وَسَلّمَ، فَقَالَ رَسُولُ اللهِ صَلّى اللهُ عَلَيْهِ وَسَلّمَ: أَحَابِسَتُنَا هِيَ؟ قَالَتْ: فَقُلْتُ: يَا رَسُولَ اللهِ، إِنّهَا قَدْ كَانَتْ أَفَاضَتْ وَطَافَتْ بِالْبَيْتِ، ثُمّ حَاضَتْ بَعْدَ الْإِفَاضَةِ، فَقَالَ رَسُولُ اللهِ صَلّى اللهُ عَلَيْهِ وَسَلّمَ: فَلْتَنْفِرْ.
তাওয়াফে ইফাযার পর সাফিয়্যা বিনতে হুয়াই রা.-এর হায়েয চলে আসে। আয়েশা রা. বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার হায়েযের বিষয়টি জানালাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে কি আমাদেরকে আটকে দিল? আয়েশা রা. বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল! তিনি তো বাইতুল্লাহ্য় গিয়ে তাওয়াফে ইফাযাহ করে এসেছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে সে রওয়ানা করতে পারে। (সহীহ মুসলিম, হাদীস ১৩১১)
অন্য বর্ণনায় এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনÑ
فَلَا إِذًا.
তাহলে তো সমস্যা নেই। (জামে তিরমিযী, হাদীস ৯৪৩)
Ñআলমুহীতুল বুরহানী ৩/৪৫৩; ফাতাওয়া খানিয়া ১/৩০১; আননুতাফ ফিল ফাতাওয়া, পৃ. ১৩২; ফাতহুল কাদীর ২/৩৯৭; আলবাহরুর রায়েক ২/৩৭০; রদ্দুল মুহতার ২/৫২৩