যিলকদ ১৪৪২ || জুন ২০২১

জাহিদা - কমলাপুর, ঢাকা

৫৪০০. প্রশ্ন

গত মাসে আমি আমাদের বাসার কাজের মহিলাকে কিছু টাকা এমনিই সদকার নিয়তে দিই। পরে আমার মনে পড়ে যে, আমার যাকাতের কিছু টাকা আদায় করা বাকি আছে, তাই ঐ দিনই বিকালের দিকে সেই টাকার ব্যাপারে যাকাতের নিয়ত করে ফেলি। আমার প্রশ্ন হল, ঐ টাকার মাধ্যমে আমার ঐ পরিমাণ যাকাত আদায় হবে কি না?

উত্তর

প্রশ্নোক্ত ক্ষেত্রে উক্ত মহিলা টাকাগুলো খরচ করার আগেই যদি আপনি যাকাতের নিয়ত করে থাকেন তাহলে তা যাকাত হিসেবে গণ্য হবে। আর যদি সে খরচ করে ফেলে থাকে তাহলে ঐ টাকা সাধারণ সদকা হিসেবে গণ্য হবে। সেক্ষেত্রে উক্ত যাকাত ভিন্নভাবে আদায় করতে হবে।

Ñখুলাসাতুল ফাতাওয়া ১/২৪৪; ফাতাওয়া হিন্দিয়া ১/১৭১; আলবাহরুর রায়েক ২/২১০; মাজমাউল আনহুর ১/২৯০; আননাহরুল ফায়েক ১/৪১৮; আদ্দুররুল মুখতার ২/২৬৮

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন