যিলকদ ১৪৪২ || জুন ২০২১

ফাহাদ আবদুল্লাহ - ময়মনসিংহ

৫৩৯৯. প্রশ্ন

আমি একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করি। গত বছর শুরুর দিকে আমার মালিকানায় পাঁচ লক্ষ টাকা ছিল। বছরের মাঝে আমি এক প্রতারক-চক্রের খপ্পরে পড়ি। কিছুদিনের মধ্যেই তারা আমার সব টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়ে যায়। তবে আল্লাহর রহমতে কয়েক মাস পর একটি খাত থেকে বেশ কিছু টাকা আমার মালিকানায় চলে আসে এবং বছর শেষে আমার কাছে প্রয়োজন-অতিরিক্ত দেড় লক্ষ টাকা ছিল। জানার বিষয় হল, গত বছরের শুরুতে ও শেষে নেসাব পরিমাণ টাকা থাকার কারণে কি আমার উপর যাকাত ফরয হয়েছে?

উত্তর

উক্ত দুর্ঘটনার পরও আপনার কাছে যদি কিছু পরিমাণ হলেও যাকাতযোগ্য অন্য সম্পদ থেকে থাকে তাহলে সবসহ উক্ত দেড় লক্ষ টাকারও যাকাত দিতে হবে। আর যদি অন্য কোনো যাকাতযোগ্য সম্পদ না থেকে থাকে তাহলে বছরের শুরুতে ও শেষে নেসাব পরিমাণ টাকা থাকলেও উক্ত যাকাত-বর্ষের হিসাব অনুযায়ী যাকাত ফরয হবে না। বরং উক্ত দুর্ঘটনার পরে যখন থেকে আপনার কাছে প্রয়োজন অতিরিক্ত নেসাব পরিমাণ টাকা হাতে এসেছে তখন থেকে নতুন বছর গণনা শুরু হবে। এরপর বছর পূর্ণ হলে যাকাত দিবেন।

Ñকিতাবুল আছল ২/৯১; বাদায়েউস সানায়ে ২/৯৮; আলমুহীতুল বুরাহানী ৩/১৮৮; ফাতাওয়া তাতারখানিয়া ৩/১৮১; রদ্দুল মুহতার ২/৩০২

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন