সাকিব আহমাদ - বসুন্ধরা
৫৩৯৮. প্রশ্ন
আমি ছোট একটা চাকরি করি, যার পারিশ্রমিক দিয়ে আমার সংসার চলে। তবে এক বছর আগে আমার কিছু জমি (যা আমি মীরাস সূত্রে পেয়েছিলাম) একজনের কাছে পাঁচ লক্ষ টাকায় বিক্রি করি। এ মর্মে চুক্তি হয়, সে দু বছর পর দু লক্ষ টাকা এবং আরো এক বছর পর বাকি তিন লক্ষ টাকা পরিশোধ করবে। হুজুরের কাছে জানতে চাই, আমাকে কি ঐ পাঁচ লক্ষ টাকার যাকাত আদায় করতে হবে?
উত্তর
মীরাসি সম্পদ বিক্রি করলে তার মূল্য হস্তগত হওয়ার আগ পর্যন্ত সেটি যাকাতযোগ্য বলে বিবেচিত হবে না। তাই উক্ত টাকা আপনার হস্তগত হওয়ার আগ পর্যন্ত তার যাকাত দিতে হবে না। উক্ত টাকা থেকে নেসাব পরিমাণ অর্থ হস্তগত হওয়ার পর এক বছর অতিক্রম হলে ঐ টাকার শতকরা আড়াই ভাগ যাকাত আদায় করতে হবে।
Ñবাদায়েউস সানায়ে ২/৯০; আলহাবিল কুদসী ১/২৭৪; আলমুহীতুল বুরহানী ৩/২৪৪; রদ্দুল মুহতার ২/৩০৬; ইমদাদুল ফাতাওয়া ২/৪৭