হাবীবুর রহমান - মাইজদী, নোয়াখালী
৫৩৮৭. প্রশ্ন
গত রমযানে একদিন মাগরিবের পর শুয়ে আরাম করছিলাম। কিছুক্ষণ পর নিজের অজান্তেই ঘুমিয়ে পড়ি। ঘুম ভাঙার পর তাড়াতাড়ি অযু-ইস্তেঞ্জা করে মসজিদে যাই। গিয়ে দেখি ইমাম সাহেব তারাবীহের নামায শুরু করে দিচ্ছেন। আমি তারাবীহের খতম ধরার জন্য এশা না পড়েই জামাতে শরীক হয়ে যাই। তারাবীহ শেষ করে এশা ও বিতির নামায পড়ি। জানার বিষয় হল, এশার আগে তারাবীহ পড়াটা ঠিক হয়েছে কি না এবং এখন আমার করণীয় কী?
উত্তর
আপনার ঐ নামাযগুলো সাধারণ নফল হিসাবে আদায় হয়েছে, তারাবীহ হিসাবে আদায় হয়নি। কারণ তারাবীহের ওয়াক্ত এশার নামায পড়ার পর থেকে শুরু হয়। আপনি যেহেতু এশার নামায পড়ার আগেই তারাবীহের জামাতে যোগ দিয়েছেন তাই ঐ নামায তারাবীহ হয়নি। আর তারাবীহের নামাযের যেহেতু কাযা নেই তাই এখন আপনাকে ঐ দিনের তারাবীহের জন্য কিছু করতে হবে না।
Ñবাদায়েউস সানায়ে ১/৬৪৪, ২/৫; আলমুহীতুল বুরহানী ২/২৫২; হালবাতুল মুজাল্লী ২/৩৬৫; আলবাহরুর রায়েক ২/৬৮; আদ্দুররুল মুখতার ২/৪৪