শাওয়াল ১৪৪২ || মে ২০২১

উমায়ের আব্দুল্লাহ - চাঁদপুর

৫৩৭৯. প্রশ্ন

আমার সাথী ভাই ঝিনাইদহ যাওয়ার সময় আমার নতুন মোবাইলটি অনুমতি নিয়ে সঙ্গে নিয়ে যায়। রাস্তায় গজল শুনতে শুনতে ঘুমিয়ে গেলে স্টেশন আসার পর মোবাইলটি রেখেই বাস থেকে নেমে পড়ে। এখন তার উপর আমাকে নতুন একটি মোবাইল কিনে দেওয়া আবশ্যক কি না?

উত্তর

প্রশ্নের বর্ণনা অনুযায়ী আপনার সাথী ভাইকে মোবাইলটির জরিমানা আদায় করতে হবে। কেননা তার ত্রুটির কারণেই মোবাইলটি হারানো গেছে। সুতরাং যেই ফোন হারিয়েছে সে ধরনেরই একটি ফোন কিনে দিতে হবে।

-আলফাতাওয়া মিন আকাবীলিল মাশায়িখ, সামারকান্দী, পৃ. ৫১৫; আয্যাখীরাতুল বুরহানিয়া ৮/১৩৮; ফাতাওয়া সিরাজিয়া, পৃ. ৮৪; রদ্দুল মুহতার ৫/৬৭৩

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন