মুহাম্মাদ আবু তালহা - পঞ্চবটি, না.গঞ্জ
৫৩৭৬. প্রশ্ন
আমার এক আত্মীয় মাদকের ব্যবসার সাথে জড়িত এবং এটাই তার একমাত্র উপার্জন। তিনি এই উপার্জনের টাকা থেকেই একটি বাড়ি বানিয়েছেন এবং একটি গাড়ি ক্রয় করেছেন। তাই জানতে চাই-
১. সেই গাড়ি এবং বাড়ি কি অবৈধ?
২. অবৈধ হলে কি চিরকালের জন্য? না সাময়িক?
৩. এগুলোকে বৈধ করার কোনো পদ্ধতি আছে কি?
উত্তর
মাদকের ব্যবসা সম্পূর্ণ নাজায়েয। হাদীস শরীফে মদ পানকারী, ক্রয়-বিক্রয়কারী ও মূল্য ভক্ষণকারী সকলের উপর লানত করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন-
لَعَنَ اللهُ الْخَمْرَ وَلَعَنَ شَارِبَهَا وَسَاقِيَهَا وَعَاصِرَهَا وَمُعْتَصِرَهَا وَبَائِعَهَا وَمُبْتَاعَهَا وَحَامِلَهَا وَالْمَحْمُولَةَ إِلَيْهِ وَآكِلَ ثَمَنِهَا.
আল্লাহ তাআলা লানত করেন- মদের উপর, লানত করেন তা পানকারী, পরিবেশনকারী, মদ প্রস্তুতকারী, যে প্রস্তুত করতে বলে, বিক্রেতা-ক্রেতা, বহনকারী, যার নিকট বহন করে নিয়ে যাওয়া হয় এবং তার মূল্য ভক্ষণকারী- সকলের উপর। -মুসনাদে আহমাদ, হাদীস ৫৭১৬
সুতরাং আপনার আত্মীয়ের জন্য মাদকের ব্যবসার মাধ্যমে উপার্জিত টাকা ভোগ করা এবং তা দিয়ে বাড়ি নিমার্ণ এবং গাড়ি ক্রয় করা জায়েয হয়নি। এ সবই অবৈধ সম্পদের অন্তর্ভুক্ত। তাই বর্তমানে উক্ত বাড়িতে বসবাস করা বা ভাড়া ভোগ করা এবং গাড়ি ব্যবহার করা কোনোটিই তার জন্য বৈধ নয়। লোকটি যদি সৎপথে ফিরে আসতে চায় তবে তার জন্য আবশ্যক হল, যত দ্রুত সম্ভব কোনো হালাল উপার্জনের ব্যবস্থা করা এবং উক্ত বাড়ি ও গাড়িতে যে পরিমাণ হারাম টাকা লাগানো হয়েছে সে পরিমাণ অর্থ হালাল টাকা থেকে সওয়াবের নিয়ত ছাড়া গরিব-মিসকিনদের সদকা করে দেওয়া। এমনটি করলে এগুলো ব্যবহার করা তার জন্য বৈধ হবে।
-কিতাবুল আছার, বর্ণনা ৭৫০; কিতাবুল আছল ২/৫১৫; ফাতাওয়া খানিয়া ৩/২২৩; আলবাহরুর রায়েক ৫/২৫৯; ফাতাওয়া হিন্দিয়া ৩/১১৬; আননুতাফ ফিল ফাতাওয়া, পৃ. ১১২; ফাতাওয়া বায্যাযিয়া ৪/৮৩