রবিউল আখির ১৪২৯ || এপ্রিল ২০০৮

আবদুল করীম - বরিশাল

১২৪৮. প্রশ্ন

আমার একটি ছেলে রয়েছে। ছোটবেলা থেকেই পাগল। তার পক্ষ হতে সদকায়ে ফিতর আদায় করতে হবে  কি না? জানিয়ে বাধিত করবেন।

উত্তর

ঐ ছেলেটির যদি নিজস্ব সম্পদ থাকে এবং সে আপনার তত্ত্বাবধানেই থাকে তবে তার পক্ষ থেকেও আপনাকে সদকায়ে ফিতর আদায় করতে হবে।

-ফাতাওয়া হিন্দিয়া ১/১৯২, আল বাহরুর রায়েক ২/২৫২, ফাতহুল কাদীর ২/২২১, বাদায়েউস সানায়ে ২/২০২, রদ্দুল মুহতার ২/৩৫৯

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন