মুহাম্মাদ হাসান মাহমুদ - কাশখালী, মাগুরা
১১৬৩. প্রশ্ন
আমরা জানি, রোযা অবস্থায় কুলি করতে গেলে অসাবধানতা বশত গলাতে পানি চলে গেলে রোযা ভেঙ্গে যায়। তবে কাফ্ফারা ওয়াজিব হয় না। এখন আমার জানার বিষয় হলো, অসাবধানতা বশত কি পরিমাণ পানি গলাতে চলে গেলে রোযা ভেঙ্গে যাবে? জানালে কৃতজ্ঞ হব।
উত্তর
রোযা অবস্থায় গলাতে সামান্য পানি ঢুকে পড়লে এমনকি তা দু’এক ফোটা হলেও রোযা ভেঙ্গে যাবে। অসাবধানতা বশত এরূপ ঘটলে পরবর্তীতে রোযাটির শুধু কাযা করে নিতে হবে।
-ফাতহুল কাদীর ২/২৫৮, আলইনায়া ২/২৫৮, ফাতাওয়া খানিয়া ১/২০৯, ফাতাওয়া হিন্দিয়া ১/২০৩