মুহাররম ১৪২৯ || জানুয়ারি ২০০৮

আনোয়ার - বরিশাল

১১৬০. প্রশ্ন

বিনা ওযরে তারাবীর নামায বসে পড়লে সহীহ হবে কিনা?

উত্তর

সুস্থ ব্যক্তির জন্য তারাবীহর নামায দাঁড়িয়ে আদায় করাই সুন্নত। বিনা ওযরে বসে আদায় করলে সুন্নত অনুযায়ী আদায় হবে না। তবে কেউ দাঁড়িয়ে পড়ার সামর্থ থাকা সত্ত্বেও বসে আদায় করলে তারাবীহ আদায় হয়ে যাবে, তবে দাঁড়িয়ে পড়ার অর্ধেক সওয়াব হবে।

-ফাতাওয়ায়ে খানিয়া ১/২৪৩, আলমুহীতুল বুরহানী ২/২৫৫, বাদায়েউস সানায়ে ১/৬৪৭, আলমাবসূত লিস্সারাখসী ২/১৪৭,আলবাহরুর রায়েক ২/৬৩, আদ্দুররুল মুখতার ২/৪৮

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন