সফর ১৪২৯ || ফেব্রুয়ারি ২০০৮

নাম প্রকাশে অনিচ্ছুক - ঢাকা

১১৯৩. প্রশ্ন

সন্ত্রাসীরা এক লোককে হত্যা করে দূরে নিয়ে গিয়ে অজানা এক ব্যক্তির জমিতে কবর দিয়ে চলে যায়। পরে জমির মালিক তা জানতে পারে। এখন জমির মালিক তার জমি থেকে লাশ বের করে সরিয়ে ফেলতে চাচ্ছে। এ কাজ তার জন্য বৈধ হবে কি?

উত্তর

প্রশ্নোক্ত ক্ষেত্রে জমির মালিক লাশটি স্থানান্তর করার অধিকার রাখে। তবে এজন্য তার কর্তব্য হল, মৃতের ওয়ারিশদেরকে লাশটি স্থানান্তরের নির্দেশ দেওয়া। যদি তা সম্ভব না হয়, তাহলে পার্শ্ববর্তী কোন কবরস্থানে এ কবর স্থানান্তর করতে পারবে। এছাড়া কবরটি সমতল ভূমির সাথে মিশিয়ে দেওয়ারও সুযোগ রয়েছে। এক্ষেত্রে জমির মালিক ওই স্থানে চাষাবাদও করতে পারবে।

-সুনানে নাসাঈ ১/২২০, আলবাহরুর রায়েক ২/১৯৫, তাবয়ীনুল হাকায়েক ১/২৪৬, আদ্দুররুল মুখতার ২/২৩৮

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন