মাহমুদুল হাসান - কুমিল্লা
১১৯০. প্রশ্ন
জনৈক মুসল্লীর উপর সেজদা সাহু ওয়াজিব। শেষ বৈঠকে বসে সে ভুলক্রমে উভয় দিকে সালাম ফিরিয়ে ফেলে। কিন্তু সালাম ফিরানোর সাথে সাথে তার সেজদা সাহুর কথা স্মরণ হয়। তাই প্রশ্নোক্ত ক্ষেত্রে আমার জানার বিষয় হল, এখন কি তার জন্য সেজদা সাহু আদায় করার সুযোগ আছে? যদি সুযোগ থাকে তাহলে কতটুকু সময়ের ভেতরে সে সেজদা সাহু আদায় করতে পারবে? জানিয়ে বাধিত করবেন।
উত্তর
প্রশ্নোক্ত ক্ষেত্রে লোকটি সালাম ফিরানোর পর নামায-পরিপন্থী কোনো কাজ না করলে স্মরণ হওয়ার সাথে সাথে সেজদা সাহু আদায় করে নেবে। আর যদি সালাম ফিরানোর পর নামায-পরিপন্থী কোন কিছু করে থাকে তাহলে সেজদায় সাহু আদায় করার সুযোগ থাকবে না। এক্ষেত্রে উক্ত নামায পুনরায় আদায় করে নিতে হবে।
-ফাতহুল কাদীর ১/৪৫০, আলবাহরুর রায়েক ২/১০৭, খুলাসাতুল ফাতাওয়া ১/১৭৩, রদ্দুল মুহতার ২/৯১, শরহুল মুন্য়াহ ৪৬৪