মৌলভী আব্দুল হাকীম - কুমিল্লা
১১৮৭. প্রশ্ন
আমাদের এলাকায় প্রচলন আছে যে, আর্থিক প্রতিষ্ঠান গ্রাহককে এক হাজার টাকা প্রদান করে। চার মাস পর তার কাছ থেকে বিনিয়োগকৃত এক হাজার টাকার পরিবর্তে ৬শ টাকা এবং তিনমন ধান গ্রহণ করে থাকে। এ ক্ষেত্রে প্রশ্ন হল গ্রাহকের কাছে এভাবে টাকা বিনিয়োগ করে লাভবান হওয়া জায়েয হবে কি? বিস্তারিত জানালে চিরকৃজ্ঞ হব।
উত্তর
প্রশ্নোক্ত বিনিয়োগ পদ্ধতি শরীয়তের নির্দেশিত বিনিয়োগ পদ্ধতিগুলোর অন্তর্ভুক্ত নয়। কারণ, এক্ষেত্রে শরীয়তের নির্দেশিত বিনিয়োগ পদ্ধতি হল, হয়ত গ্রাহককে নির্ধারিত মেয়াদে সুদবিহীন করজ দেওয়া হবে বা বাইয়ে সালাম তথা আগাম খরিদের ভিত্তিতে বিক্রেতার কাছে পণ্যের মূল্য পরিশোধ করা হবে। কিন্তু প্রশ্নোক্ত ক্ষেত্রে গ্রহণ করা হয়েছে একটি মনগড়া পন্থা, যা মূলত ঋণ ও বাইয়ে সালামের নামে টাকা খাটিয়ে মুনাফাখোরীর একটি অপকৌশল মাত্র। এ ধরনের কারবার থেকে অবশ্যই বিরত থাকতে হবে।
-জামে তিরমিযী ১/২৩৩, মুয়াত্তা ইমাম মালেক ১/২৮৩, রদ্দুল মুহতার ৫/১৬৭, আলমুগনী ইবনে কুদামাহ ৬/১১৬