নোমান আহমদ - ভোলা
১১৮৫. প্রশ্ন
একদিন আমার বাসায় হঠাৎ চিনি শেষ হয়ে যায়। তাই আমার প্রতিবেশীর নিকট থেকে পরে ফেরত দেওয়ার কথা বলে এক কেজির একটি চিনির প্যাকেট নিয়ে আসি। যখন নিয়ে আসি তখন চিনির প্রতি কেজির মূল্য ছিল ৬০ টাকা। কিন্তু কিছু দিনের ব্যবধানে চিনির মূল্য কমে তা হয়েছে কেজি প্রতি ৩২ টাকা। প্রশ্ন হল এখন আমার প্রতিবেশীর ঋণ আদায়ের জন্য তাকে এক কেজি চিনি ফেরত দিলে হবে? নাকি ৬০ টাকা সমপরিমাণ মূল্যের চিনি দিতে হবে? বিস্তারিত জানালে উপকৃত হব।
উত্তর
ঋণের ব্যাপারে শরয়ী মূলনীতি হল, যে বস্ত্ত যে পরিমাণ নেওয়া হয়েছে ওই বস্ত্ত ওই পরিমাণ ফেরত দেওয়া। মূল্য কম হোক বা বেশী হোক এটা লক্ষণীয় নয়। তাই প্রশ্নোক্ত ক্ষেত্রে চিনির মূল্য পূর্বের চেয়ে কমে গেলেও এক কেজি চিনি দিলেই ঋণ আদায় হয়ে যাবে। এ ক্ষেত্রে চিনি দাতার জন্য অতিরিক্ত তলব করা জায়েয হবে না। অবশ্য তার তলব ছাড়াই যদি গ্রহীতা স্বেচ্ছায় কিছু অতিরিক্ত দিয়ে দেয় তাহলে এতে দোষের কিছু নেই, বরং তা প্রশংসনীয়ও বটে।
-ফাতাওয়া হিন্দিয়া ৩/২০২, মাবসুতে সারাখসী ১৪/৩০, আদ্দুররুল মুখতার ৫/১৬২