মুহা. মাহবুবুর রহমান - দারুস সালাম মাদরাসা, মিরপুর, ঢাকা
১১৮৩. প্রশ্ন
আমি শুক্রবার পবিত্র জুমার নামায আদায় করার পর দেখি মাদরাসার এক পাশে কিছু লোক হৈচৈ করছে। সেখানে গিয়ে দেখি একটা বিশাল বড় কোয়ালে সাপ। কেউ মারতে চাইলে লোকেরা বাধা দেয়। তারা বলে সাপ মারা জায়েয নেই। আবার কেউ বলে সুন্নত, কেউ বলে কিছু কিছু সাপ মারা জায়েয আর কিছু কিছু সাপ মারা জায়েয নেই। আমি জানতে চাই সাপ মারা জায়েয কিনা? যদি জায়েয হয় তাহলে কোন সাপ মারা জায়েয, কোন সাপ মারা জায়েয নেই? এ সম্পর্কে চার মাযহাবের মত কী? কোনটি গ্রহণযোগ্য? বিস্তারিত জানিয়ে বাধিত করবেন।
উত্তর
লোকালয়ে দেখা যাওয়া সব ধরনের সাপ মারা জায়েয। হাদীস শরীফে কোন সাপকে খাস না করে সব ধরনের সাপ মারার নির্দেশ এসেছে। তাই ‘কিছু সাপ মারা জায়েয আর কিছু সাপ মারা জায়েয নেই’-এ ধরনের কথার কোন ভিত্তি নেই। অবশ্য লোকালয়ের বাইরে বন-জঙ্গলে গিয়ে খোঁজ করে করে সাপ মারার কথা শরীয়তে নেই।
-সহীহ বুখারী ১/৪৬৬, সহীহ মুসলিম ২/২৩৪, রদ্দুল মুহতার ১/৬৫১, ফাতহুল কাদীর ১/৩৬৪