সফর ১৪২৯ || ফেব্রুয়ারি ২০০৮

মুহিউদ্দিন - জোড়খানী, বগুড়া

১১৮০. প্রশ্ন

ক. নামক ব্যক্তির ছেলে ও মেয়ের ছেলের (নাতির) বৌ মাহরাম কিনা? উক্ত নাতি-বৌ-এর সঙ্গে পর্দা করতে হবে কি?

খ. স্থায়ী বাসস্থান হতে কত দূরে মারা গেলে লাশ এনে বাসস্থানের নিকটবর্তী গোরস্তানে বা পারিবারিক গোরস্তানে মুর্দাকে দাফন করা যাবে?

উত্তর

ক. ছেলে ও মেয়ের দিকের নাতির বউয়ের জন্য দাদা-নানা মাহরাম। উক্ত নাতির বউয়ের সাথে পর্দা জরুরি নয়। -সূরা নিসা ২৩, আলবাহরুর রায়েক ৩/৯৪, ফাতাওয়া তাতারখানিয়া ২/৬১৮

খ. নিয়ম হল মৃত্যুবরণ করার পর যত দ্রুত সম্ভব মৃতকে দাফন করে দেওয়া। এজন্য যে এলাকায় মৃত্যুবরণ করবে ওই এলাকার কবরস্তানে দাফন করা সম্ভব হলে সেখানেই করবে। সেখানে দাফন সম্ভব না হলে কিংবা উক্ত এলাকায় মুসলমানদের কবরস্তানে না থাকলে পার্শ্ববর্তী কোন এলাকার কবরস্তানে দাফন করতে হবে। মোটকথা, নিকটবর্তী স্থানে দাফনের সুযোগ থাকাবস্থায় বিনা ওযরে দূরে নিয়ে যাওয়া শরীয়তের নির্দেশনা পরিপন্থী। -জামে তিরমিযী ১/২০৩, ফাতাওয়া হিন্দিয়া ১/৬৭, আলবাহরুর রায়েক ২/১৯৫, খুলাসাতুল ফাতাওয়া ১/২২৬

                                

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন