মুহাম্মাদ ইমদাদুল হক - জামিয়া হোসাইনিয়া, নারায়ণগঞ্জ
১১৭৮. প্রশ্ন
জমি ক্রয়-বিক্রয়ের পর দলীল করার সময় ক্রেতা বিক্রেতাকে ভাড়া দিয়ে জমি রেজিস্ট্রি অফিসে নিয়ে যায় এবং সেখানে যাওয়ার পর অনেক সময় বিক্রেতাকে খানা খাওয়ানো হয়। প্রশ্ন হল ক্রেতা কর্তৃক বিক্রেতাকে খাওয়ানো ও ভাড়া দিয়ে নিয়ে যাওয়া সুদের অন্তর্ভুক্ত হবে কিনা?
উত্তর
না, খাওয়া-দাওয়া বা ক্রেতা কর্তৃক তার যাতায়াত ভাড়া দেওয়ার রেওয়াজটি সুদ নয় এবং স্বতঃস্ফূর্তভাবে করলে এটি না-জায়েযও হবে না।