সফর ১৪২৯ || ফেব্রুয়ারি ২০০৮

আহসান শরিফ - ফরিদাবাদ, ঢাকা

১১৭৭. প্রশ্ন

যদি কোনো মানুষ বিষ খায়, গলায় ফাঁস দিয়ে অথবা অন্য কোনোভাবে আত্মহত্যা করে তাহলে সে কি জাহান্নামী হবে? লোক মারফত জানতে পেলাম এমন লোক জাহান্নামী এবং এদের জন্য দুআ করা অনুচিত বা হারাম। কথাটা কতটুকু সত্য? সঠিক সমাধান পেলে উপকৃত হবো।

উত্তর

আপনার শোনা কথাটি ঠিক নয়। যদিও আত্মহত্যা কবীরা গুনাহ, অনেক ক্ষেত্রে এ গুনাহ থেকে তওবাও সম্ভব হয় না। তাই এর ভয়াবহতা খুব বেশী। কিন্তু এ ধরনের মুসলমান ব্যক্তিরও জানাযা পড়তে হবে। তবে সমাজের নেতৃস্থানীয়-অনুসরণীয় ব্যক্তিবর্গের এ জানাযায় শরীক না হওয়া ভাল। আর এদের জন্য মাগফিরাতের দুআ করা সম্পূর্ণ জায়েয।

-সহীহ বুখারী ১/১৮২, রদ্দুল মুহতার ২/২১১, ফাতাওয়া হিন্দিয়া ১/১৬৩

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন