শহীদুল্লাহ - ঢাকা
১২৮৪. প্রশ্ন
আমেরিকা প্রবাসী এক মুসলমান ব্যক্তি সড়ক দুর্ঘটনায় মারা যায়। দেশে আনার পর তার লাশ অক্ষত ছিল। কিন্তু জানাযা না পড়েই তাকে দাফন করা হয়। প্রশ্ন হল, দাফনের পর কবরে রেখেই তার জানাযা পড়া যাবে কি না?
উত্তর
প্রশ্নোক্ত ক্ষেত্রে কবরস্থ লাশটি পঁচে গলে যায়নি বলে প্রবল ধারণা হলে কবরটিকে সামনে রেখে জানাযা পড়ে নিবে। আর লাশটি পঁচে গেছে বলে প্রবল ধারণা হলে তার জানাযা পড়া যাবে না।
-সহীহ বুখারী ১/১৭৮; আল মাবসূত; সারাখসী ২/২৯; শরহুল মুনিয়্যা ৫৮৩; খুলাসাতুল ফাতাওয়া ১/২২৪; আল-মুহীতুল বুরহানী ৩/৯৬; আল-বাহরুর রায়েক ২/১৮২