আব্দুস সালাম - মির্জাপুর, টাংগাইল
১২৭২. প্রশ্ন
আমাদের দেশে পুকুর ভাড়া দেওয়ার প্রচলন আছে। ছয় মাস এক বছর বা আরো অধিক সময়ের জন্য ভাড়া দেওয়া হয়। চুক্তিকৃত সময়ে ভাড়াগ্রহণকারী পুকুরে মাছ চাষ করুক বা না করুক সে যত মাছ ধরে নিতে পারে। মালিক পক্ষ থেকে তাকে এ অধিকার দেওয়া থাকে। শরীয়তের দৃষ্টিতে এভাবে পুকুর ভাড়া দেওয়া বৈধ কি না?
উত্তর
শুধু মাছ বিক্রির জন্য ছুতা হিসেবে এ পদ্ধতিতে পুকুর ভাড়া দেওয়া-নেওয়া জায়েয হবে না। বরং পুকুরে মাছ চাষকরা কিংবা পানি ব্যবহার করা কিংবা এ ধরনের কোনো সুবিধা ভোগ করার উদ্দেশ্যে নিয়মতান্ত্রিকভাবে ভাড়া দেওয়া জায়েয হবে।
-ফাতাওয়া হিন্দিয়া ৪৪/৪৪১; বাদায়েউস সানায়ে ৪/১৭; রদ্দুল মুহতার ৫/৬১; তাকরিরাতে রাফেঈ ৫/ ১৩৯