জুমাদাল উলা ১৪২৯ || মে ২০০৮

উম্মে তামীম - বাসাবো, ঢাকা

১২৭০. প্রশ্ন

শুনেছি আযানের জবাব দেওয়া সুন্নত। তাই নিয়মিত আযানের জবাব দিয়ে আসছি। গতকাল এক লোক বলল, হায়েয অবস্থায় আযানের জবাব দেওয়া যাবে না। উক্ত মাসআলার শরয়ী সমাধানের আবেদন করছি।

উত্তর

লোকটির ঐ কথা ঠিক নয়। হায়েয অবস্থায়ও আযানের মৌখিক জবাব দেওয়ার অবকাশ আছে।

-উমদাতুল কারী ৬/১১৭; শরহুন নববী ৪/৮৮; আলবাহরুর রায়েক ১/২৬০; রদ্দুল মুহতার ১/৩৯৬

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন