নাম প্রকাশে অনিচ্ছুক - উত্তরা, ঢাকা
১২৬২. প্রশ্ন
নামাযের মাঝে ইমামের যদি কোন ভুল হয়ে যায়। তাহলে সতর্ক করার জন্য ‘সুবহানাল্লাহ’ বলবে নাকি ‘আল্লাহু আকবার’ বলবে? কোনটা উত্তম?
উত্তর
ইমামের কোনো ভুল হয়ে গেলে তাকে সতর্ক করার জন্য ‘সুবহানাল্লাহ’ বলাটাই উত্তম। কেননা হাদীস এবং সাহাবাদের আমল দ্বারা ‘সুবহানাল্লাহ’ বলা প্রমাণিত। তবে, ‘আল্লাহু আকবার’ বললেও নামাযের কোনো ক্ষতি হবে না।
-জামে তিরমিযী ১/৮৫; উমদাতুল কারী ৭/২৭৯; মাআরিফুস-সুনান ৩/৪৪২; সুনানে আবু দাউদ ১/১৪৮; ফাতহুল কাদীর ১/৩৫৬; আল-বাহরুর রায়েক ২/৭; রদ্দুল মুহতার ১/৬৩৮; ফাতাওয়া হিন্দিয়া ১/৯৯