মুহা. হাসান - ফেনী
১২৬১. প্রশ্ন
আমাদের অনেকগুলো নারিকেল গাছ আছে। প্রচুর নারিকেল ধরে। তবে নারিকেল বিক্রি করার মতো আমাদের কেউ নেই। তাই আমরা বাজারের এক দোকানদারের নিকট এই শর্তে নারিকেল দেই যে, তুমি নারিকেলগুলো বিক্রি করে দাও। আমাদেরকে প্রতি জোড়া নারিকেলে ১৫ টাকা করে দিবে। আর এর চেয়ে বেশি দামে বিক্রি করতে পারলে তা তোমার। এখানে আমার প্রশ্ন হল, উক্ত পদ্ধতিতে কারবার করা জায়েয আছে কি না?
উত্তর
হাঁ, প্রশ্নোক্ত পদ্ধতিতে নারিকেল বিক্রি করা জায়েয।
-সহীহ বুখারী ১/৩০৩, উমদাতুল কারী ১২/৯৩, আল-মুগনী ইবনে কুদামা ৮/৪২, রদ্দুল মুহতার ৬/৬৩, বুহুস ফী কাযায়া ফিকহিয়্যা মুআসারা ১/২০৯