জুমাদাল আখিরাহ ১৪২৯ || জুন ২০০৮

আরমান - ময়মনসিংহ

১৩০৫. প্রশ্ন

আমাদের গ্রামের একটি মাদরাসায় ছাত্রদের জন্য টয়লেটের সুব্যবস্থা নেই। আমি সে মাদরাসায় পাঁচটি টয়লেট বানিয়ে দেওয়ার ওয়াদা করি। পরবর্তীতে আমার যাকাতের টাকা দ্বারা টয়লেটগুলো বানিয়ে দেই। জনৈক ব্যক্তি ঘটনা শুনে বলল, এভাবে যাকাত আদায় হবে না। জানতে চাই, টয়লেট বানিয়ে দেওয়া দ্বারা আমার যাকাত আদায় হয়েছে কি না?

উত্তর

আপনার যাকাত আদায় হয়নি। যাকাত আদায়ের জন্য শর্ত হল, যাকাত গ্রহণের উপযুক্ত ব্যক্তিকে যাকাতের মালিক বানিয়ে দেওয়া। অতএব, উক্ত খরচ নফল সাদকা হিসাবে গণ্য হবে। যাকাত পুনরায় আদায় করতে হবে।

-তাবয়ীনুল হাকায়েক ২/১৮; ফাতহুল কাদীর ২/২০৮; রদ্দুল মুহতার ২/৩৪৪; ফাতাওয়া তাতারখানিয়া ২/২০৬

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন