আহমাদ কবীর - জামালপুর
১২৯৭. প্রশ্ন
আমার একটি গাড়ি ছিল। বর্তমানে আরেকটি নতুন গাড়ি কিনেছি। ইতিমধ্যে একদিন আমার এক বন্ধু এসে বলল, তোমার পুরাতন গাড়িটি আমার তত্ত্বাবধানে রাখ। আমি তা অন্যান্য লোকদের কাছে ভাড়ায় প্রদান করব। বিনিময়ে যা ভাড়া আসবে তা আমরা দু’জনে সমান হারে বন্টন করে নিব। আমি তার কথায় রাজি হয়ে তাকে আমার পুরাতন গাড়িটি দিয়ে দেই। এখন আমার প্রশ্ন হল, উল্লেখিত পদ্ধতিতে আমার বন্ধুর সাথে কৃত চুক্তিটি শরীয়তসম্মত হয়েছে কি না? বিস্তারিত জানিয়ে বাধিত করবেন।
উত্তর
চুক্তিটি সহীহ হয়নি। এটি যৌথকারবার নয়। বরং আপনার বন্ধু এ ক্ষেত্রে আপনার কারবার পরিচালনাকারী। অতএব তাকে আয়ের অংশ প্রদানের চুক্তি করা সহীহ হবে না। সহীহ নিয়ম হল, উক্ত কাজের বিনিময়ে তার জন্য একটি পারিশ্রমিক নির্দিষ্ট করে দেওয়া। যা নির্ধারিত মেয়াদান্তে তাকে দিয়ে দিতে হবে। চাই গাড়ি থেকে কোনো আয় হোক বা না হোক।
-ফাতাওয়া কাযিখান ৩/৬২৫; ফাতহুল কাদীর ৫/৪১১; আল বাহরুর রায়েক ৫/১৮৪; আলমুহীতুল বুরহানী ৩/৩৯৮