এম.ইউ. আরমান - ঢাকা
১২৯৩. প্রশ্ন
আমি এক মা-হারা সন্তান। এমতাবস্থায় এক গায়রে মাহরাম মহিলা আমাকে তার ছেলের মতো আদর করে এবং আমিও তাকে আপন মায়ের মতো জানি, শ্রদ্ধা করি। তার প্রতি আমার ভীষণ মায়া জন্মে গেছে। এখন প্রশ্ন হচ্ছে, এ ধরনের মা-ছেলের সম্পর্ক শরীয়তসম্মত কি না? এ মায়ের মেয়েকে আমি বিয়ে করতে পারব কি না?
উত্তর
গায়রে মাহরাম মহিলাকে ‘মা’ সম্বোধন করার দ্বারা সে ‘মা’ হয়ে যায় না এবং মাহরামও হয় না। বরং পূর্বের মতই তার সাথে পর্দা করা জরুরি।
আর এভাবে ‘মা’ সম্বোধন করার দ্বারা তার মেয়ে হারাম হয় না। তাই মহিলাটির মেয়ের সাথে আপনার বিবাহ জায়েয।
-সূরা আহযাব ৪ও ৫; সূরা নিসা ২৪; তাফসীরে কুরতুবী১৪/১১৯ ও ৫/১২৪; সহীহ বুখারী ২/১০০১; আদ্দুররুল মুখতার ৩/৪৯৩; ফাতহুল কাদীর ৩/১১৭; আলবাহরুর রায়েক ৩/৯২