মুহাম্মদ কেরামত ইলাহী - জামেউল উলূম মাদরাসা
১২৮৬. প্রশ্ন
যদি কেউ হালাল ও হারাম উভয় প্রকারের মাল দ্বারা বাড়ি-ঘর তৈরি করে আর সেখানে হারাম মালের পরিমাণ কম থাকে তাহলে সেই বাড়ি-ঘর ব্যবহার করা শরীয়তসম্মত হবে কি না? যদি শরীয়তসম্মত না হয় তাহলে জায়েয হওয়ার কোনো পদ্ধতি আছে কি না? জানিয়ে বাধিত করবেন।
উত্তর
হারাম মাল চাই কম হোক বা বেশি উভয় ক্ষেত্রেই তা ব্যবহার করা হারাম। প্রশ্নোক্ত বাড়িতে যেহেতু হারাম মালের মিশ্রণ রয়েছে (যদিও পরিমাণে কম) তাই তা ভোগ করা জায়েয হবে না।
বাড়ি থেকে বৈধ উপায়ে উপকৃত হতে চাইলে তাতে ব্যয়িত হারাম মালের সমপরিমাণ সম্পদ মালিকদের ফেরত দিতে হবে। মালিক জানা না থাকলে সেই পরিমাণ মাল তাদের পক্ষ থেকে সাদকা করে দিতে হবে।
-শরহুল মাজাল্লা ২/৫৪০; আদ্দুররুল মুখতার ৬/৪৮; তাহতাবী আলাদ্দুর ৪/১৯২