আরমান - ঢাকা
১৩৩২. প্রশ্ন
কালিমা তাইয়্যিবা পড়ার পর কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হয়? কোনো কোনো আলেমকে পড়তে শুনেছি। আসলে পড়তে হয় কি না জানাবেন।
উত্তর
কালেমা তাইয়িবা তো ‘লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ’ এতটুকুই। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার অংশ নয়। তাই রাসূলের নামের পর দরূদ শরীফ পড়তে হয় এ নিয়ম অনুযায়ী কালেমার পরেও তা পড়া যাবে। তবে কালেমার সাথে একেবারে মিলিয়ে নয়; বরং কালেমার পর ওয়াকফ করে এরপর পড়বে। যেন দরূদ শরীফকে কালেমার অংশ মনে না হয়।
-ফাতাওয়া উসমানী ১/৫৮