মুহাম্মদ ফজলুল করীম - ঢাকা
১৩২৭. প্রশ্ন
যদি নামাযে অযু নষ্ট হয়ে যায় আর নামায না ছেড়ে ইস্তেগফার পড়তে থাকে ও মুসল্লীদের সাথে উঠা-বসা করতে থাকে তাহলে সে কাফির হয়ে যায়। কথাটা কতটুকু সত্য?
উত্তর
না, এতে তার ঈমান নষ্ট হবে না। কিন্তু এক্ষেত্রে মুসল্লীদের সাথে উঠা-বসা না করে সম্ভব হলে হয়ত বের হয়ে যাবে এবং অযু করে পুনরায় নতুন করে ইক্তিদা করবে। আর বের হওয়া সম্ভব না হলে স্বস্থানে বসে পড়বে। এরপর নামায শেষে অযু করে পুনরায় নামায পড়ে নিবে।
-আলমুহীতুল বুরহানী ২/২৯০, ফাতাওয়া তাতারখানিয়া ১/৬৯৩