রজব ১৪২৯ || জুলাই ২০০৮

হাবীবুর রহমান - বি. বাড়িয়া

১৩২৫. প্রশ্ন

আমি গত রমযানে রোযা রেখে ইচ্ছাকৃত রোযা ভেঙ্গে ফেলি। তাই আমার উপর একটি রোযার কাফফারা ওয়াজিব হয়েছে। শুনেছি এ জন্য আমাকে ৬০ টি রোযা রাখতে হবে।  জানতে চাই, চন্দ্রমাস হিসাবে রাখলেও কি ৬০দিন পূর্ণ করতে হবে?

উত্তর

চন্দ্র মাসের প্রথম তারিখ থেকে কাফফারার রোযা শুরু করলে পরপর দুই মাস রোযা রাখলেই কাফফারা আদায় হয়ে যাবে। এ ক্ষেত্রে ৬০ দিন পূর্ণ করা জরুরি নয়। দুই মাসে যত দিনই হোক তাতেই কাফফারা আদায় হয়ে যাবে। কিন্তু যদি চন্দ্র মাসের পহেলা তারিখ থেকে কাফফারার রোযা শুরু না করা হয় তাহলে ধারাবাহিক ষাটটি রোযা রাখতে হবে।

-সহীহ মুসলিম ১/২৫৯; ফতহুল কাদীর ৪/২৩৮; খুলাসাতুল ফাতাওয়া ১/২৬১; ফাতাওয়া তাতারখানিয়া ২/২৮৬; ফাতাওয়া হিন্দিয়া ১/২১৫; রদ্দুল মুহতার ৩/৪৭৬

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন