রজব ১৪২৯ || জুলাই ২০০৮

উম্মে হাসান - টাঙ্গাইল

১৩১৯. প্রশ্ন

আমার মা গত বছর হজ্ব করেছেন। ইহরাম অবস্থায় তিনি বেখেয়ালে একটি উকুন মেরে ফেলেছিলেন। জানতে চাই, এর জন্য কোনো জরিমানা দিতে হবে কি না?

উত্তর

ইহরাম অবস্থায় একটি উকুন মারলে সামান্য পরিমাণ খাদ্য যেমন একটি খেজুর বা দুচার টাকা সদকা করাই যথেষ্ট।

-হিদায়া ১/২৬৬, রদ্দুল মুহতার ২/৫৬৯, ফাতহুল কাদীর ৩/২৩, মানাসিক মোল্লা আলী কারী রাহ. ৩৭

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন